banglatv
মন বৈশাখী পর্ব-২ কলমে--পূজা ***সামনে কোথাও একটা জোরে বাজ পড়লো। অয়নের ভিতরটাও কেমন যেন কেঁপে উঠলো। হাতটা আপনা থেকেই আলগা হয়ে ছাতাটা উড়ে গেল। ভিজতে লাগলো অয়নের সারা শরীর, ভিজে উঠলো চোখের পাতা। বৃষ্টির বর্ষনে না কী দুঃখের বর্ষনে কে জানে!!! ---কোথায় চলে যাবি তুই? (বেশ শক্ত কন্ঠে প্রশ্ন এলো অয়নের কাছ থেকে) কষ্ট আড়াল করে মিথ্যে একটা হাসি টেনে তিস্তা বললো --অনেক দূরে, এই গ্রাম, এই নদী, এই কালবৈশাখী সবাই কে ছেড়ে চলে যাবো... অনে.. ক দূরে দুহাতে শক্ত করে ধরে তিস্তা কে টেনে তুললো অয়ন। নিজের সামনা সামনি দাঁড় করিয়ে দাতে দাত চেপে জিজ্ঞাসা করলো ---কোথায় যাবি তুই? বেশ অবাক হলো তিস্তা। হঠাৎ এতো রেগে যাওয়ার কী হলো! পরক্ষনেই সামলে নিয়ে অয়নের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বললো -- ৬৫ বছরের বরের ঘরকন্না করতে চলে যাবো বিদেশে। সেটা বলার জন্য তোমায় ডেকে ছিলাম --- এতে আমাকে এতো ঘটা করে বলার কি আছে? --আমি জানতাম তুমি এটাই বলবে! আসলে শুধু এটা না আর একটা কথা বলার ছিল তোমাকে ---কী কথা? -- আমি তোমাকে ভালোবাসি! ---মা... -- থাক্, আমি কথাটা বলতে এসে ছিলাম। তোমার থেকে এ নিয়ে কিছু শুনতে নয়। নতুন জী...